Select Page

আপিল বোর্ডও বলল ‘মেকআপ’ প্রদর্শনের অযোগ্য

আপিল বোর্ডও বলল ‘মেকআপ’ প্রদর্শনের অযোগ্য

আপিল বোর্ডের শুনানিতে পাস করল না অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ‘। তবে মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’ ও আহসান সারোয়ারের ‘রং ঢং’ মুক্তির অনুমতি পেল। এ খবর ডেইলি স্টারের।

সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত গতকাল শনিবার (২১ জানুয়ারি) বলেন, ‘মেকআপ সিনেমাটি আপিল বোর্ড প্রদর্শনোর অযোগ্য বলে রায় দিয়েছে। খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।’

এর আগে ২০২১ সালে ‘মেকআপ’ নিয়ে আপত্তি ওঠেছিল। তখন চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এ চলচ্চিত্র কেন ‘অপ্রদর্শনযোগ্য’-তার ব্যাখ্যায় সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ‘এ চলচ্চিত্রে অসম্মানজনক সংলাপের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনযোগ্য নয় মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তখন প্রতিক্রিয়ায় অনন্য মামুন বলেন, ‘তাহলে তো কাউকে নিয়েই ছবি বানানো যাবে না। প্রতিটা পেশায় ভালো মানুষ ও খারাপ মানুষ আছেন। একজন খারাপ ব্যবসায়ীকে নিয়ে ছবি করলে ব্যবসায়িক সমাজ যদি বলে, এটা আমাদের ব্যবসায়ী সমাজকে ছোট করেছে, এই ছবি চালানো যাবে না। তাহলে নির্মাতারা কিভাবে বানাবেন?’

চলচ্চিত্রে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির গল্পে সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘মেকআপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।


মন্তব্য করুন