Select Page

আফজাল-সুইটি-সোনিয়ার ‘সেদিনও বসন্ত এসেছিল’

আফজাল-সুইটি-সোনিয়ার ‘সেদিনও বসন্ত এসেছিল’

প্রথমবারের মতো একফ্রেমে বন্দি হয়েছেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন, তানভীন সুইটি ও সোনিয়া হোসেইন। ফারিয়া হোসেনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় আসছে ঈদের জন্য নির্মিত ‘সেদিনও বসন্ত এসেছিল’ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। তানভীন সুইটি এর আগে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করলেও সোনিয়ার এটাই প্রথম। নাটকে আফজাল হোসেন অভিনয় করেছেন ইমরান চরিত্রে, সুইটি লেখা চরিত্রে এবং সোনিয়া হোসেইন অভিনয় করেছেন নীলা চরিত্রে।

পাশাপাশি চয়নিকার নাটকে প্রথমবার কাজ করছেন আফজাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সময়টাতে আমি নানা কাজে একটু বেশিই চাপে থাকি। অনেক আগেই চয়নিকা আমার সিডিউল নিয়ে রেখেছিল। তাই একটু চাপের মধ্যেই কাজটি করতে হয়েছে। রিলাক্স টাইমে করতে পারলে আরও ভালো হতো। তারপরও আশা করছি, নাটকটি দর্শকের অনেক ভালো লাগবে।’

সুইটি বলেন, ‘আফজাল ভাইয়ের কথা কী বলব। তার সঙ্গে কাজ করাটাই আনন্দের। খুব ভালো একটি কাজ হয়েছে। দর্শকের পছন্দ হবে।

আফজাল হোসেনের সঙ্গে প্রথম নাটকে অভিনয় প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, ‘উনি অনেক উঁচু মাপের অভিনেতা। আমাকে এতটা আন্তরিক সহযোগিতা করেছেন যে আমি অবাকই হয়েছি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তার সঙ্গে গল্প করার যে সুযোগ পেয়েছি তাতেও আমি আমার নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি।’

আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন