Select Page

আবারও অনুদানের ছবিতে মোশাররফ করিম, সঙ্গে কলকাতার পার্ণো

আবারও অনুদানের ছবিতে মোশাররফ করিম, সঙ্গে কলকাতার পার্ণো

কিছুদিন আগে অনুদানের ছবি ‘মুখোশ’ শেষ করলেন মোশাররফ করিম। এবার আরও একটি ছবিতে যুক্ত হলেন তিনি।

অনুদানের ছবি ‘বিলডাকিনী’ পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।

এ ছবিতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্রকে। এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

দেশি সূত্র নয়, বরং পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে জানা গেছে। সেখানে পার্ণো বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, দারুণ খুশি হই। উনার সঙ্গে ভিডিওকলেও কথা হয়েছে আমার’।

ছবিতে মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন।

‘বিলডাকিনী’ নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। রাজশাহীর কাছে একটি গ্রামে হবে ছবির শুটিং। যা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পেতে পারে।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।


মন্তব্য করুন