Select Page

আবারও খলনায়ক শহীদুজ্জামান সেলিম

আবারও খলনায়ক শহীদুজ্জামান সেলিম

# টেলিভিশনের জনপ্রিয় মুখ শহীদুজ্জামান সেলিম, প্রথমবার ভিলেন হন ‘চোরাবালি’ সিনেমায়
# এবার যুক্ত হলেন ‘আনন্দ অশ্রু’তে, শুটিং শুরু ১৩ অক্টোবর
# পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের মতো সাইমন সাদিক ও মাহির সঙ্গে এটি তার প্রথম ছবি
# বেশ আগেই শুরু হয় ‘আনন্দ অশ্রু’র শুটিং, কিন্তু ভিলেন নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক। এবার তিনি নিশ্চিন্ত

টেলিভিশনের জনপ্রিয় মুখ শহীদুজ্জামান সেলিমকে বেশ কিছু সিনেমায় দেখেছেন দর্শক। তারা পছন্দও করেছেন। এর মধ্যে রেদোয়ান রনির ‘চোরাবালি’তে তাকে প্রথমবার ভিলেন চরিত্রে দেখা যায়। এবার একই ধরনের চরিত্রে আসছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘আনন্দ অশ্রু’তে।

সাইমন সাদিক ও মাহিকে নিয়ে চলতি বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু করেন মোস্তাফিজুর রহমান মানিক। গেল ফেব্রুয়ারিতে প্রথম লটের শুটিং হলেও ছবির খলনায়ক চরিত্র নিয়ে বিপাকে ছিলেন নির্মাতা।অবশেষে পেলেন দেশের অন্যতম অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে।

বেশ কয়েকদফা বৈঠক শেষে সোমবার এই অভিনেতা চুক্তিবদ্ধ হলেন ‌‘আনন্দ অশ্রু’র জন্য।

মোস্তাফিজুর রহমান মানিক বললেন, ‘নায়ক-নায়িকা মনের মতো পেলেও শুরু থেকে খলনায়ক পাচ্ছিলাম না। অনেক অভিনেতাকে ভেবেছিলাম। কিন্তু মনের মতো মেলাতে পারছিলাম না একজনকেও। ঘুরে ফিরে সেলিম ভাইকেই আমার পারফেক্ট মনে হয়েছে। উনিও আমার আগ্রহে সাড়া দিয়েছেন। এটা খুশির বিষয়। আমাদের টিম এবার আরও পোক্ত হলো।’

‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

নির্মাতা জানান, ১৩ অক্টোবর থেকে ঢাকার অদূরে আশুলিয়ায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে। সেখানে মাহি-সাইমনের সঙ্গে যোগ দেবেন শহীদুজ্জামান সেলিমও।

১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে নাম এক হলেও চিত্রনাট্যের সঙ্গে কোনও মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

সূত্র : বাংলা ট্রিবিউন


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares