Select Page

আবারও ‘দুই পৃথিবী’

আবারও ‘দুই পৃথিবী’

unnamed

২০১০ সালে শুরু হয়েছিল ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রের শুটিং। এফ আই মানিক পরিচালিত এ চলচ্চিত্রে জুটি বাঁধেন শাকিব খান-অহনা। সব ঠিকঠাক চলছিল এর মাঝে বন্ধ হয়ে যায় শুটিং। এবার পাঁচ বছর পর শুটিং আবার শুরু হচ্ছে।

ছবিটি এই ঈদেই মুক্তি দেওয়া হবে। সেভাবেই সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ সম্পর্কে অহনা বলেন, ‘এর আগেও কয়েকবার ছবিটির শুটিং শুরু হতে গিয়েও পিছিয়ে যায়। তবে এবার আর সেই সম্ভাবনা নেই। একটানা কাজ চলছে। শাকিব খানও সেভাবে শিডিউল দিয়েছেন। পরিচালক সব কিছু গুছিয়েই কাজে নেমেছেন। প্রযোজকও ছবিটি ঈদে মুক্তি দেওয়ার ব্যাপারে আগ্রহী। আশা করছি, দীর্ঘ অপেক্ষার পর দর্শকরা এবার ঈদেই ছবিটি উপভোগ করতে পারবেন।’

‘দুই পৃথিবী’ প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আকরাম শুভ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস


মন্তব্য করুন