Select Page

আবারও পরিচালনায়

আবারও পরিচালনায়

image_2038.pic-05সবকিছু ঠিকঠাক থাকলে আবারও পরিচালনায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। আর এটি হবে তার হ্যাটট্রিক পরিচালনা। ব্যানারও বরাবরের মতো  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড

নাম ঠিক না হওয়া এই ছবি হতে যাচ্ছে ইমপ্রেসের শতবার চলচ্চিত্র। মৌসুমী জানান, তাই ইমপ্রেস বাজেটও রেখেছে আনলিমিটেড।

ইমপ্রেসের ব্যানারে মৌসুমী আগে দুটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নিগার’ নামের ছবি দুটি ব্যবসায়িক সফলতার চেয়ে এগিয়ে ছিল নান্দনিকতায়।

এখন চলছে পাণ্ডুলিপি তৈরির কাজ। এরই মধ্যে ইমপ্রেসের সঙ্গে চুক্তিপত্রও সেরে নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে ঈদের পরপরই এর শুটিং শুরু করবেন বলে জানান মৌসুমী।

ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ফেরদৌস ও নিপুণকে দেখা যাবে। তবে মৌসুমী নিজে অভিনয় করবেন কি না, সেই বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন