Select Page

আবারও প্রেক্ষাগৃহে সালমান শাহ

আবারও প্রেক্ষাগৃহে সালমান শাহ

বেঁচে থাকলে সালমান শাহর বয়স হতো পঞ্চাশ ছুঁই ছুঁই। এতদিনে তার জনপ্রিয়তার পারদ নামতো কী চড়তো- সেই প্রশ্ন অবান্তর। তবে যে সত্যিটি বাংলাদেশের দর্শক মেনে নিয়েছে, তা হলো- মৃত্যুর দুই যুগ পরও তার জনপ্রিয়তা অক্ষয়।

তাই, আশা করা যায় সামনে সপ্তাহজুড়ে মধুমিতার প্রতিটি শো হাউসফুল থাকবে। সাতদিনই যে প্রদর্শিত হবে সালমানের ছবি।

‘সালমান শাহ জন্মোৎসব’ নামের এ আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস। চলবে ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

২০ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমি অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি। এরপর ২১ সেপ্টেম্বর ‘তোমাকে চাই’; ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’; ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’; ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’; ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ এবং ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ ছবিটি দেখানো হবে। প্রদর্শনী হবে প্রতিদিন ১২টা, ৩টা, ৬টা ও ৯টায়।

সালমানের জন্মদিন ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় একই স্থানে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করবেন শাকিব খান। প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। এছাড়া বিশেষ অতিথি থাকছেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারজানা মুন্নী এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফালগুনী হামিদ।

এদিকে এ আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।প্রতিষ্ঠানটি ‘সালমান শাহ জন্মোৎসব’র সহযোগী।

এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে সারাদেশে।


মন্তব্য করুন