Select Page

আবারও বাসু চ্যাটার্জীর ছবিতে ফেরদৌস

Ferdousভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জীর সাথে আবারও কাজ করছেন ফেরদৌস। ছবির নাম  ‘ বিয়ের ফাঁদে’।

ফেরদৌস জানিয়েছেন, দর্শক যেরকম ছবি পছন্দ করবে ঠিক সেরকম ছবির স্ক্রিপ্ট তার কাছে দীর্ঘদিন আগেই দিয়ে রেখেছিলেন বাসু চ্যাটার্জী। এবার তার সদ্ব্যবহার করা হবে। ফেরদৌস ছবিতে অভিনয় ছাড়াও সহপ্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘বিয়ের ফাঁদে’ একটি যৌথ প্রযোজনার ছবি।

বাংলাদেশ ও ভারতের সঙ্গীত পরিচালকরা ছবির সঙ্গীতায়োজন করবেন। আগামী অগাস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে।

সূত্র: কালের কন্ঠ


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares