Select Page

আবারো খলনায়ক

আবারো খলনায়ক

indexএকের পর এক ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান। সম্প্রতি তিনি মুরাদের পরিচালনায় ‘মনের মধ্যে লেখা’ নামের ছবির কাজ শেষ করেছেন।

এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাগরশম্পা। তবে অমিতের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ।

অমিত বলেন, ‘আমি এখন নিয়মিত খল চরিত্রে অভিনয় করছি। তবে মনের মতো চরিত্র না হলে নিছক মুখ দেখাতে পর্দায় হাজির হচ্ছি না। এ ছবিতে আমার চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বলা চলে, আমার এন্ট্রির মাধ্যমে ছবির গতি আরো বেড়ে যায়।’

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন