Select Page

আবারো শাকিব-সম্রাট

আবারো শাকিব-সম্রাট

দেশীয় প্রযোজনায় নির্মিত শাকিব খানের সর্বশেষ হিট সিনেমা ‘শুটার’ মুক্তি পায় ২০১৬ সালের ঈদুল আজহায়। ওই সিনেমায় আরো ছিলেন নায়করাজ পুত্র সম্রাট। এবার তাদের দেখা যাবে চলছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে। বর্তমানে এফডিসিতে চলছে শুটিং।

এনটিভি অনলাইনকে সম্রাট জানান, শাকিব খানের অনুরোধেই এই ছবিতে অভিনয় করছেন।

তিনি বলেন, “আমি দুই বছর ধরে কোনো চলচ্চিত্রে কাজ করিনি। এর আগে শাকিব ভাইয়ের সঙ্গে আমি ‘শুটার’ ছবিতে কাজ করেছিলাম। কিছুদিন আগে শাকিব ভাই আমাকে গুলশানের এক জায়গায় দেখা করতে বললেন, আমি উনার সঙ্গে দেখা করি। তখন তিনি আমকে এই ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করেন। আমিও শাকিব ভাইকে বড় ভাইয়ের মতো ভালোবাসি। বলতে গেলে উনার কথায় কোনো চিন্তা না করেই ছবিতে আমি যুক্ত হই।”

ছবিতে শাকিব ও সম্রাট দুজনই আন্ডারওয়ার্ল্ডের ডন।

‌‘ক্যাপ্টেন খান’-এ শাকিব-সম্রাট ছাড়াও অভিনয় করছেন শবনম বুবলি, কলকাতার পায়েল মুখার্জি, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, শিবা শানু প্রমুখ। প্রযোজনা করছে শাপলা মিডিয়া।


মন্তব্য করুন