Select Page

আবারো সায়মন সাদিক-সারাহ জেরিন জুটি

আবারো সায়মন সাদিক-সারাহ জেরিন জুটি

58253_e5আবরো বড় পর্দায় আসছেন সায়মন সাদিক-সারাহ জেরিন জুটি।

তাদের প্রথম দেখা গিয়েছিল ২০১১ সালে পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করেছিলেন ‘জ্বি-হুজুর’ ছবিতে। ছবিটি বাণিজ্যিকভাবে সফলতার মুখ না দেখলেও এই দুই তারকা প্রশংসিত হন।  এরপর একাধিক ছবিতে অভিনয় ও চুক্তিবদ্ধ হলেও নতুন কোন ছবিতে এ দু’জনকে জুটি  হিসেবে দেখা যায়নি।

সাম্প্রতিক খবর হলো শীঘ্রই তারা দুটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন। গত মাসে তারা দু’জন চুক্তিবদ্ধ হয়েছেন জাকির হোসেন রাজুর ‘ভুলতে পারিনা তারে’ ছবিতে। এই ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

অন্যদিক, চলতি মাসে চুক্তিবদ্ধ হওয়া সায়মন তারিক পরিচালিত ‘সরি ম্যাডাম’ ছবির কাজ শুরু হবে জুলাই মাসের প্রথম দিনেই।

সুত্র: মানবজিমন


মন্তব্য করুন