Select Page

আবারো সোহান-মৌসুমী

আবারো সোহান-মৌসুমী

সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত‘ ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন তিনি।

এরপর আরো কয়েকটি ছবিতে সোহানের পরিচালনায় দেখা গেছে মৌসুমীকে। সর্বশেষ ২০০৭ সালে এই পরিচালকের ‘বৃষ্টি ভেজা আকাশ’ ছবিতে অভিনয় করেন তিনি।

দীর্ঘ আট বছর পর আবার এই নির্মাতার সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। ‘অপারেশন নাইনটি ওয়ান’ নামের ছবিতে মৌসুমীর বিপরীতে থাকবেন ওমর সানী। শিগগিরই ছবিটির কাজ শুরু হবে বলে জানান সোহান।

মৌসুমী কালের কণ্ঠকে বলেন, “সোহান ভাইয়ের সঙ্গে কাজ করার কথা ছিল ২০১৩ সালে। তখন ছবির নাম ছিল ‘ভালোবাসার চেয়েও একটু বেশি’। কিন্তু বিভিন্ন কারণে ছবিটির শুটিং পিছিয়ে যায়। তবে এবার সব কিছু ঠিকঠাক। আশা করছি, ঈদের পরেই ছবিটির শুটিং শুরু করতে পারব।”

‘অপারেশন নাইনটি ওয়ান’ ছবিতে মৌসুমী-ওমর সানী ছাড়াও নতুন দুই জুটিকে দেখা যাবে।


মন্তব্য করুন