Select Page

আবার মিম-তাহসান

আবার মিম-তাহসান

দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করলেন চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আর তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান

মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘সে সময় তুমি আমি’। আর গল্প লিখেছেন আপেল মাহমুদ। পুরনো ঢাকা ও জাহাঙ্গীরনগর এর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে।

এই প্রসঙ্গে পরিচালক বান্না বলেন, ‘এই গল্পটি নব্বই দশকের প্রেক্ষাপট নিয়ে। একটু ভিন্নভাবে এই নাটকটি সাজানোর চেষ্টা করেছি। এ ছাড়া এই নাটকে অনেক দিন পর তাহসান ও মিম একসঙ্গে কাজ করেছেন। তাহসান ও মিমকে আমি একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এই নাটকে।’

এই প্রসঙ্গে মিম বলেন, ‘আমি এর আগেও বান্নার নাটকে কাজ করেছি। তার চিন্তাভাবনা অনেক সুন্দর। এ ছাড়া তাহসান আমার প্রিয় একজন কণ্ঠশিল্পী। গানের পাশাপাশি তার অভিনয়ও আমার অনেক ভালো লাগে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’

নাটকে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘বান্নার কথা নতুন করে আর বলার কিছু নেই। তার বেশ কিছু নাটক ও টেলিফিল্মে আমি অভিনয় করেছি। তার প্রতিটি গল্পই আমার কাছে নতুন লাগে। আশা করছি ভালো লাগবে।’


মন্তব্য করুন