Select Page

আব্দুল আজিজের জন্মদিনে জয়া আহসান

আব্দুল আজিজের জন্মদিনে জয়া আহসান

 

joya-didar-aziz

জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজের জন্মদিন ছিল বুধবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

জাজের ফেসবুক পাতায় শেয়ার করা একটি ছবিতে জয়াকে দেখা যায় আজিজকে ফুলের শুভেচ্ছা জানাতে।

নাট্য নির্মাতা মাহমুদ দিদারকে দেখা যায় জয়ার। দিদারের অভিষেক সিনেমা ‘বিউটি সার্কাস’র প্রধান চরিত্রে দেখা যাবে জয়াকে। বেশ আগে শুটিং শুরুর কথা থাকলেও সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজক সংকটে থমকে আছে।

এ দিকে জাজের ‘অনেক দামে কেনা’র সঙ্গে শুক্রবার মুক্তি পাচ্ছে জয়া ও শাকিব অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’।

momo-aziz

অনুষ্ঠানে আরও ছিলেন অভিনেত্রী জাকিয়া বারি মম ও গায়িকা লেমিস।


মন্তব্য করুন