Select Page

আমাদের একার কোনো গল্প নেই, ‘যদি একদিন’ টিজার

আমাদের একার কোনো গল্প নেই, ‘যদি একদিন’ টিজার

# প্রকাশ হলো ‘যদি একদিন’ সিনেমার টিজার
# দেখা গেল তাহসান, শ্রাবন্তী, তাসকিন ও রাইসাকে
# সিনেমাটির ধরন ফ্যামিলি ড্রামা, টিজার ইতিবাচক সাড়া পেয়েছে

‘আমাদের একার কোনো গল্প নেই’ বলছে ছোট্ট রূপকথা। এ চরিত্রে অভিনয় করেছে আফরীন শিখা রাইসা। অথচ তার বাবা তাহসান মনে করে অন্যটা, শ্রাবন্তীকে বলছে ‘তুই অরিত্রীকে ডিজার্ভ করিস না।’ ঘটনাদৃষ্টে মনে হচ্ছে শ্রাবন্তী হলো অরিত্রীর মা। কোনো কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।

এর পর মান-অভিমানের টুকরো টুকরো দৃশ্য। তার মাঝে আবির্ভাব ঘটে তাসকিন রহমানের। লোভ-হিংসা এসে ভর করে। তাসকিন বলে, ‘জীবনে আমি যা যা চেয়েছি- হয় অর্জন করেছি নয় ছিনিয়ে নিয়েছে।’

এ সব দৃশ্য মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির, যার টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমাটির এই প্রচারণা ভিডিও নেটিজেনদের ইতিবাচক মন্তব্য পেয়েছে।

এর আগে ‘যদি একদিন’-এর একটি গান প্রকাশ হয়েছে। টিজারে সিনেমাটি মুক্তির তারিখ প্রকাশ হয়নি।


মন্তব্য করুন