Select Page

আমিন খানের নতুন ছবি ‘দুলালের মুখ দেখি’

আমিন খানের নতুন ছবি ‘দুলালের মুখ দেখি’

নব্বই দশকের জনপ্রিয় নায়ক আমিন খান। রয়েছে বিশাল ভক্ত বাহিনী। তা সত্ত্বেও হালে খুব কম সিনেমায় দেখা যায় তাকে। কিছুদিন বিরতির পর সর্বশেষ অভিনয় করলেন ‘অবতার’ সিনেমায়।

এবার নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আমিন খান। নাম ‘দুলালের মুখ দেখি’। নির্মাণ করবেন ‌‘তুখোড়’ ও ‘নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’-খ্যাত  মিজানুর রহমান লাবু।

শুক্রবার সন্ধ্যায় ‌‘দুলালের মুখ দেখি’তে চুক্তিবদ্ধ হয়েছেন আমিন খান। মার্চে শুটিং শুরু হবে।

নতুন সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ‘এই ছবির গল্প হবে আমাদের রোজকার জীবনের খুব চেনা ঘটনা। কিন্তু দুলালের মুখ আমরা যেভাবে দেখব, সেই দেখাটাই এই ছবির গল্প। এবং অবশ্যই সেটা খুবই এক্সাইটিং।’

অন্যদিকে আমিন খান বলেন, ‘ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। এই গল্পের মাঝে আমি নিজেকে খুঁজে পেয়েছি। এক কথায় গল্পটা আমাকে ভীষণভাবে টেনেছে।’

আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’।  এছাড়া টেলিভিশনেও দেখা গেছে তাকে।


মন্তব্য করুন