Select Page

‘আমি বরাবরই খুব চুজি মেন্টালিটির’

‘আমি বরাবরই খুব চুজি মেন্টালিটির’

11014908_1234438196572705_9199359751304185976_n‘অসম্ভবকে অসম্ভব করা’ আর অনন্ত জলিল এখন একই কথা। এবার তিনি হাজির হবেন একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে। এখন দেখার বিষয় সেখানে তিনি কোন ‘অসম্ভব’কে ‘সম্ভব’ করবেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার যাত্রা শুরু ছিল গ্রামীণ ফোনের। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ- বিজ্ঞাপনের এ স্লোগান এখনও মানুষের মুখে মুখে। এরপর যমুনা গ্রুপের পেগাসাস মোটরবাইক ও রেমন্ডের ডিলার আপ এন টপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন। সে ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছেন পারটেক্স গ্রুপের সঙ্গে। এ কোম্পানির নতুন ব্র্যান্ড জেলটা মোবাইল ফোনের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত।

নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি বরাবরই খুব চুজি মেন্টালিটির একজন মানুষ। আমার কাছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রস্তাব আসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য। কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করে দেখি, এ ব্র্যান্ড আসলে কতটুকু আমার সঙ্গে ম্যাচ করে।’

তিনি আরো বলেন, ‘আমি বিচার করার চেষ্টা করি কোয়ালিটিকে, কোয়ানটিটিকে নয়। সবকিছুর বিচারে যখন আমার সঙ্গে ম্যাচ করে তখনই আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সিদ্ধান্তে যাই। এবারও তার ব্যতিক্রম নয়।’

বর্তমানে নতুন সিনেমার প্রি প্রডাকশন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অনন্ত।


মন্তব্য করুন