Select Page

আমি যৌথ প্রযোজনার পক্ষে: অনন্য মামুন

Anonno-Mamun‘আমি এদেশের ফিল্মকে রেসপেক্ট করি। ইন্ডিয়ার ফিল্মকে বাংলাদেশে আমদানির কোনো উদ্দেশ্য আমার নেই। তবে আমি যৌথ প্রযোজনার পক্ষে। সবাইকে একযোগে কাজ করতে হবে। ভালো খেলোয়াড় হতে হলে ভালো টিমের সঙ্গে খেলতে হবে’ – বলেছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। সম্প্রতি বাংলামেইলের সাথে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রের উদাহরণ টেনে বলেন, ‘কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি করা তো অন্যায় কিছু না। আর আমিই প্রথম যৌথ প্রযোজনায় ছবি বানাইনি। ‘মনের মাঝে তুমি’র সম্পূর্ণ শ্যুটিং ইন্ডিয়াতে হয়েছে। সেটাও কো প্রোডাকশনের মুভি।’

বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শনী নিয়ে মতামত জানতে চাওয়া হলে মামুন বলেন, ‘অবশ্যই আমি বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শনীর বিপক্ষে। তবে যৌথ প্রযোজনার পক্ষে আমার অবস্থান। এটা হলে ভারতের ১০ কোটি মানুষের মধ্যে অন্তত এককোটি হলেও বাংলাদেশকে ভালো করে চেনার সুযোগ পাচ্ছে। এমনটি কি আমাদের দেশের জন্য ভালো না?’

এ সময় অনন্য মামুন তার পরবর্তী ছবি ‘তোর জন্য মন দিওয়ানা’ সম্পর্কে জানান ছবির নায়ক চরিত্রে কোলকাতার অভিনেতা হিরণকে চুক্তিবদ্ধ করেছেন। বাংলাদেশের অভিনেতা নয় কেন – এমন প্রশ্নের উত্তরে মামুন জানান – ‘আমি আসলে বাংলাদেশের হিরোর কোনো সিডিউল পাচ্ছি না। সেজন্যই হিরণকে নিয়েছি। তাছাড়া পরিচালক হিসেবে আমাকে প্রডিউসারের বিজনেস দেখা অবশ্যই একটা দায়িত্ব। ফিল্ম আসলে একক সিদ্ধান্তের বিষয় নয়। এটা প্রডিউসারের ডিমান্ড অনুযায়ী করতে হয়। আমাদের ক্রিকেটাররা আইপিলে খেলছে না? ভালো কাজ করতে হলে আপনাকেও বাইরে গিয়ে কাজ করতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ডে ঘরে বসে থাকলে হবে? এখানে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সব কিছু বিবেচনা করে সঠিক সময়ে প্রডিউসারকে প্রোডাক্ট বুঝিয়ে দেয়ার জন্য হিরণ ছাড়া বিকল্প আর কিছু ছিল না।’

উল্লেখ্য, সিনেমার গল্পকার থেকে পরিচালনায় এসেছেন অনন্য মামুন। স্বল্প সময়ে বেশ নাম কুড়ালেও বেশ সমালোচিতও হয়েছেন তিনি। বাংলাদেশের বাজারে ভারতীয় ছবি প্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এ নির্মাতার বিরুদ্ধে। মামুনের পরিচালিত সর্বশেষ ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ দর্শকপ্রিয়তা পেলেও কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি নিয়ে ‘বিতর্ক’ও কম নয়। ‘জাল সার্টিফিকেট’ জমা দেয়ার অভিযোগে সম্প্রতি তিনি পরিচালিক সমিতির সদস্যপদও হারিয়েছেন।


মন্তব্য করুন