Select Page

আরিফিন শুভই কি তবে সত্যজিতের ‘অপু’?

আরিফিন শুভই কি তবে সত্যজিতের ‘অপু’?


# সত্যজিৎ রায়ের বিশ্ববিখ্যাত ‘অপু ট্রিলজি’র পরবর্তী অধ্যায় নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘অভিযাত্রিক’
# ‘অপুর সংসার’-এর ৬০ বছর পর জানা যাবে অপু ও তার ছেলে কাজল সম্পর্কে
# শোনা যাচ্ছে, অপু চরিত্রে পা গলাচ্ছেন বাংলাদেশের আরিফিন শুভ

কিছুদিন আগে ফেসবুক লাইভে আরিফিন শুভ জানিয়েছিলেন, ‘আহা রে’র পর কলকাতার আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ৬০ বছর আগে ওই চরিত্র নিয়ে সিনেমা হয়েছিল। এখন অনেকেই বলছেন, সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র পরবর্তী অধ্যায়ে অপু হচ্ছেন ঢাকার এ নায়ক।

জানা গেছে, নতুন এ ছবির নাম ‘অভিযাত্রিক’। পরিচালনা করবেন শুভ্রজিৎ মিত্র। ট্রিলজির পর থেকে নতুন সিনেমাটির গল্প এগোবে। যেখানে উঠে আসবে ছয় বছরের ছেলে কাজলের সঙ্গে অপুর সম্পর্ক।

১৯৪০ এর দশকের আবহ ধরে রাখতে ‘অভিযাত্রিক’ নির্মিত হবে সাদা-কালোতে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে থাকবে অপুর বন্ধু লীলা।

এ নিয়ে ভারতীয় মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কিন্তু জানানো হয়নি কারা অভিনয় করছেন এ সিনেমা। কেই বা হচ্ছেন অপু। মজার বিষয় হলো, আরিফিন শুভও ফেসবুকে খবরটি শেয়ার করেছেন।

সেখানেই আগের ঘোষণার সঙ্গে দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে অনেকে শুভকে অভিনন্দন জানিয়েছেন। তবে এ নায়ক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

সত্যজিতের ট্রিলজির শেষ সিনেমা ’অপুর সংসার’-এ বড়বেলার অপু চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন।

মূল সিনেমাগুলো নির্মাণ হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালি’ ও ‘অপরাজিত’ অবলম্বনে।


মন্তব্য করুন