Select Page

আরিফিন শুভই বেসিক আলী!

আরিফিন শুভই বেসিক আলী!

শাহরিয়ারের জনপ্রিয় কমিক সিরিজ ‘বেসিক আলী’ অবলম্বনে নির্মিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ

চরিত্রটির স্রষ্টা শাহরিয়ার নিজে ছবিটি পরিচালনা করেছিলেন।

ছবিটি প্রযোজনা করছে কানাডিয়ান প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, ‘আমরা আপাতত নায়ক হিসেবে আরিফিন শুভকে চূড়ান্ত করেছি। পরিচালক, নায়িকা, শুটিংয়ের তারিখ এগুলো কিছুদিনের মধ্যে ঘোষণা দিব।’

এ সিনেমার অন্য চরিত্রগুলো হলো বেসিকের প্রেমিকা রিয়া, ছোট ভাই ম্যাজিক আলী, ছোট বোন নেচার আলী, বন্ধু হিল্লোল, মা মলি ও বাবা তালিব আলী।

২০১৮ সালের ১২ এপ্রিল প্রথম কিস্তি মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ৫০টি হলসহ বাংলাদেশ জুড়ে।

জনপ্রিয় কার্টুন সিরিজ বেসিক আলী অবলম্বনে এর আগে ওয়েব সিরিজ নির্মিত হয়েছিল। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব।


মন্তব্য করুন