Select Page

আরিফিন শুভর পরবর্তী ছবি ‘নীলচক্র’

আরিফিন শুভর পরবর্তী ছবি ‘নীলচক্র’

একটি ছায়া ও কয়েক ফোটা রক্তের একটি পোস্টার শেয়ার করে গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আরিফিন শুভ জানিয়েছিলেন─ নতুন কিছু আসছে। পোস্টারটি পরিচালক মিঠু খান ও পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমও শেয়ার করেছিলেন। শুভসহ তাদের তিনজনের কেউই এর রহস্য উদঘাটন করতে রাজি হননি তখন।

দিন গড়াতেই জানা গেল, মিঠু খান পরিচালিত ছবিটির নাম ‘নীলচক্র’। পরিচালক জানান, গেল অক্টোবর মাসে শুভকে ছবিটিতে চুক্তিবদ্ধ করান। নাজিম উদ দৌলা ও তিনি মিলে ছবিটির চিত্রনাট্য লিখছেন।

মিঠু খান বললেন, “আরিফিন শুভ ‘মুজিব’-এর পর আরেকটি ছবি করছে, সে ছবির গল্প নিঃসন্দেহে তার পছন্দ হয়েছে। না হলে দেশ-বিদেশে এত প্রশংসিত একটা ছবির পর আমার ছবিতে কেন কাজ করবে? তাছাড়া এ ছবিতে কিন্তু আলাদা কেউ নায়ক-নায়িকা নন। সবাই যার চরিত্রে অভিনয় করেছেন। এক কথায় চরিত্রাভিনেতা বলা যায়।”

শুভ গল্পটি নিয়ে খুব একটা বলতে নারাজ। শুধু বললেন, ‘গল্পের প্যাটার্নে কিছুটা ডার্কনেস আছে, সঙ্গে আরও কিছু আছে। যা এখনও বলতে চাচ্ছি না।’

এ ছবির অন্যতম চরিত্র মন্দিরা চক্রবর্তী। এর আগে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনা ‘কাজল রেখা’য় কাজ করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষা য়াাছে।

মন্দিরা বলেন, এ ছবির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ, তিনি আমার এক সময়ের ক্রাশ ছিলেন।

‘নীলচক্র’ প্রযোজনা করেছে ফিল্ম ফায়োস প্রোডাকশন। ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

ছবিটির শুটিং হবে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি।

পরিচালক মিঠু খান এর আগে এবিএম সুমনকে নিয়ে ‘অচেনা হৃদয়’ নির্মাণ করেছিলেন। ওই সময় তার পর্দা নাম ছিল শফিকুল ইসলাম খান। পরে এস আই খান মিঠু নামে পরিচিত হন।

সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন আরিফিন শুভ। ‘ফুটবল ৭১’ নামের সেই সিনেমার শুটিংও শেষ করেছেন এই অভিনেতা। মাঝে পশ্চিমবঙ্গের পরিচালক অরিন্দম শীলের ‘উনিশ এপ্রিল’ নামের ওয়েব সিরিজের অভিনয়ও শেষ করেছেন। তবে এ দুটির একটিও এখনো মুক্তি পায়নি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফী পরিচালিত ‘নূর’। খবর সারা বাংলা ও চ্যানেল আই অনলাইন।


Leave a reply