Select Page

মরনোত্তর চক্ষু দান করবেন আরিফিন শুভ

মরনোত্তর চক্ষু দান করবেন আরিফিন শুভ

Arifin Shuvo‘যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণই চোখ প্রয়োজন। মৃত্যুর পরে তো আর চোখ প্রয়োজন নেই। যদি আমার চোখ দিয়ে চোখহারা কোনো মানুষ পৃথিবী দেখে সেটা অনেক ভাল ব্যাপার হবে। তার মধ্য দিয়েই আমার বেঁচে থাকা হবে।’ বলেছেন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ঘোষনা দিয়েছেন মৃত্যুর পর চক্ষু দান করে দেবেন, যেন সেই চোখ দিয়ে দেখতে পায় কোন দৃষ্টি প্রতিবন্ধী।

চক্ষু দানের এই সিদ্ধান্ত শুধু আরিফিন শুভর একার নয়, সাথে রয়েছেন তার সদ্যবিবাহিতা স্ত্রী অর্পিতা। দুজনে মিলে একটি আই ফাউন্ডেশন স্থাপনের চিন্তা ভাবনাও করছেন বলে জানিয়েছেন শুভ।

শুভ জানিয়েছেন, চক্ষুদানের ব্যাপারে বর্তমানে দু’টি ফাউন্ডেশনের সাথে কথা চলছে। তবে নিজের ফাউন্ডেশনে নাকি অন্য ফাউন্ডেশনে চোখ দান করবেন এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি। মৃত্যুর পর চক্ষু দান করে দেয়ার ব্যাপারে তিনি অন্যদেরও আহবান জানিয়েছেন। শুভ বর্তমানে আশিকুর রহমান পরিচালিত মুসাফির ছবির শ্যুটিং করছেন।

সূত্র: দ্য রিপোর্ট


মন্তব্য করুন