Select Page

আরো একটি সিনেমা দীপনের, এবার নায়ক সিয়াম

আরো একটি সিনেমা দীপনের, এবার নায়ক সিয়াম

# আবারও দীপঙ্কর দীপনের নতুন সিনেমার খবর
# অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে নায়ক হবেন সিয়াম আহমেদ
# এর আগে দুটি সিনেমার ঘোষণা দেন পরিচালক

‘ঢাকা অ্যাটাক’-এর দুটো সিনেমার ঘোষণা দিলেও কোনোটি নিয়ে শুটিং ফ্লোরে যেতে পারেননি দীপঙ্কর দীপন। এবার আরেকটির কথা শোনা যাচ্ছে। সেই সিনেমার নায়ক সিয়াম আহমেদ।

একাধিক সংবাদমাধ্যম জানায়, সিনেমাটির নাম ‘বিট কয়েন স্ক্যাম’।

ছবির মূল থিম হলো দেশের ও সাধারণ মানুষের টাকা যেন দেশেই থাকে, দেশ থেকে পাচার না হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি।

আরও বলা হচ্ছে, সিয়াম এরই মধ্যে সিনেমাটি নিয়ে প্রাথমিক আলোচনাও সেরেছেন পরিচালকের সঙ্গে। তবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি এখনো।

সিয়াম বলেন,‘এই সিনেমায় অভিনয়ের ব্যপারে পরিচালকের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। চূড়ান্ত কিছুই হয়নি। আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি আসবে সিনেমার প্রযোজক ও নির্মাতার পক্ষ থেকেই। এখন এর বেশি বলা সম্ভব নয়।’

নির্মাতা দীপঙ্কর দীপন বললেন, ‘সিনেমার আর্টিস্ট চূড়ান্ত করার আগে বেশ কিছু কাজ থাকে। সিয়ামের সঙ্গে কথা হয়েছে। পারিশ্রমিক, শুটিং ডেট এইসব বিষয়য়ে আলাপ চলছে। বাকিটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে আমরা সিনেমার কলাকুশলীদের নাম প্রকাশ করবো’

এর আগে ডু অর ডাই এবং চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই নামের দুটি সিনেমার ঘোষণা দেন দীপন। বলা হচ্ছিল, ঢাকা-কলকাতার তারকারা অভিনয় করবেন।


মন্তব্য করুন