Select Page

চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই : শাকিব-প্রসেনজিৎ-পরী মনির নতুন ছবি?

চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই : শাকিব-প্রসেনজিৎ-পরী মনির নতুন ছবি?

বেশ কয়েকবার শোনা গিয়েছিল, দীপংকর দীপনের ছবিতে কাজ করবেন শাকিব খান, প্রসেনজিৎ ও পরী মনি। সদ্য ঘোষিত ‘চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই’ কি সেই ছবি?

বাংলা ট্রিবিউনকে ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা বললেন, ‘এ ছবিতেই তারা কাজ করবেন, এমন নয়। আর্টিস্ট এখনও চূড়ান্ত হয়নি। এদের মধ্যে দু’একজনের কাজ করার সম্ভাবনাও আছে এতে।’

আরো জানালেন, ‘চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই’ হবে ‘ডার্ক রোমান্টিক’ ছবি।

দীপন বললেন, ‘‘ঢাকা অ্যাটাক’-এর পর অন্য ধরনের ছবি করতে চেয়েছি। অন্তত অ্যাকশন নয়, এমন। এ গল্পট প্রথম ছবির অনেক আগে তৈরি। আমার মনে আছে, ‘ঢাকা অ্যাটাক’-এর প্রথম অংশের শুটিংয়ের পর এক লেখককে গল্পটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য নিয়োগও দিয়েছিলাম। তিনি কাজ করেছিলেন।’’

জানালেন, এ ছবির মূল যে চরিত্র তার সঙ্গে বাংলা রক গানের সম্পর্ক আছে। তাই এর প্রতিটি গানই বাংলাদেশ থেকে তৈরি হবে। দেশের সমৃদ্ধ রক মিউজিকের অধ্যায় থাকছে ছবিতে।

‘চাঁদের অন্যপিঠে নাকি জোছনা নেই’ চলচ্চিত্রটির গানের রেকর্ডিং শেষ হবে অক্টোবরের মধ্যে। নভেম্বর-ডিসেম্বরে চলবে শুটিং। এটি অর্ধেক হবে বাংলাদেশে আর বাকিটা বিদেশে। তবে কোন দেশ তাও এখনও চূড়ান্ত নয়।

এদিকে দীপনের হাতে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র আছে। এরমধ্যে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন দুর্ধর্ষ বিমান হামলা ‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়ে তিনি নির্মাণ করবেন ‘ডু অর ডাই’। এছাড়া আছে ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’।


মন্তব্য করুন