Select Page

আর নয় শাকিব-অপু?

আর নয় শাকিব-অপু?

২০০৬ থেকে ২০১৫ সাল, মাত্র ৯ বছরে ৭২টি ছবিতে অভিনয় করেছেন শাকিব খানঅপু বিশ্বাস। ‘হিরো দ্য সুপারস্টার’, ‘মাই নেম ইজ খান’, ‘নাম্বার ওয়ান শাকিব খান, ‘লাভ ম্যারেজ’, ‘রাজাবাবু’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছো তুমি’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। কিন্তু আর একসঙ্গে পর্দায় দেখা যাবে না তাদের। ঘোষণা দিলেন শাকিব খান নিজেই।

টেলিভিশন চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন তিনি, ‘বিয়ের পর স্বামী-স্ত্রীকে পর্দায় রোমান্টিক দৃশ্যে দর্শক দেখতে চায় না। আমাদের দেশে এমন অনেক উদাহরণ আছে। আমি চাই না সে তালিকায় নিজেদের নাম লেখাতে। অপু চাইলে অন্য নায়কদের সঙ্গে ছবি করতে পারবেন। আমার আপত্তি নেই। হয়তো ভবিষ্যতে চরিত্রাভিনেত্রী হিসেবে কখনো আমার সঙ্গে তাকে দেখা যেতে পারে। তবে নায়িকা হিসেবে আর নয়। ’

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে এ জুটির ‘রাজনীতি’। অসমাপ্ত ছবির মধ্যে রয়েছে মা, মাই ডার্লিং ও পাঙ্কু জামাই।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন