Select Page

আলমগীরের পরিচালনায় প্রসেনজিৎ-শুভ

আলমগীরের পরিচালনায় প্রসেনজিৎ-শুভ

২১ বছর পর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নায়ক আলমগীর। ১৯৯৬ সালে মুক্তি পায় তার প্রযোজনা ও পরিচালনায় সর্বশেষ ছবি ‘নির্মম’। এরপর অভিনয় করলেও আর ছবি নির্মাণ বা প্রযোজনা করেননি।

দুই দশক পর আবার পরিচালনায় নামছেন ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা। বুধবার পরিচালক সমিতির আড্ডায় আলমগীর বলেন, ‘নিজেদের হাতে গড়া এই ইন্ডাস্ট্রির ধ্বংস দেখতে চাই না। আমি আবার ছবি বানাব। ’

কালের কণ্ঠ জানায়, আলমগীর তার কথা রেখেছেন। ওপার বাংলার এসকে মুভিজের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবিতে অভিনয় করবেন কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঢাকার আরিফিন শুভ

আলমগীর বলেন, ‘এখনো ছবির নাম ঠিক করিনি। পরিচালক হিসেবে ফিরছি—এই খবর ঘটা করে দিতে চাই। শিগগিরই সংবাদ সম্মেলন করে ছবির নাম ও কলাকুশলীর কথা জানাব। ’

একসময় ঢাকার পাশাপাশি কলকাতা ছবি নির্মাণ ও অভিনয় করেছেন আলগমীর।


মন্তব্য করুন