Select Page

আলমগীরের সিনেমায় কেমন চরিত্রে শুভ

আলমগীরের সিনেমায় কেমন চরিত্রে শুভ

পরিচালনায় ফিরছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর— এ খবর সপ্তাহখানেকের পুরনো। সে সময় জানিয়েছিলেন ‘একটি সিনেমার গল্প’ নামের মুভিটিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন খবর হলো, বুধবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘মুসাফির’ তারকা।

ছবিটি সম্পর্কে শুভ বলেন, ‘আলমগীর স্যার এ দেশের একজন কিংবদন্তি অভিনেতা। তার প্রযোজিত ও পরিচালিত আগের ছবিগুলোও প্রশংসিত ছিল। তিনি আমাকে ডাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি।‘

‘একটি সিনেমার গল্প’-এ শুভকে চলচ্চিত্র নায়ক ও প্রসেনজিতকে পরিচালকের ভূমিকায় দেখা যাবে।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, সিনেমাটির নির্মাণ তত্ত্বাবধান ও পরিবেশনায় থাকছে প্রতিষ্ঠানটি। যৌথ প্রযোজনায় ‘একটি সিনেমার গল্প’ বাংলাদেশ থেকে প্রযোজনা করবে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। এর আগে জাজের সঙ্গে একাধিক সিনেমায় যুক্ত ছিল এসকে।

দুই নায়কের নাম ঘোষণা হলেও নায়িকা সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, কলকাতার জনপ্রিয় নায়িকাকে অন্তর্ভুক্ত করা হবে। আনুষ্ঠানিকভাবে চুক্তি করানোর আগে তাদের নাম বলতে চান না নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আলমগীর।


মন্তব্য করুন