Select Page

আশফাক নিপুণের সিনেমার নাম ‘গোল্লা’

আশফাক নিপুণের সিনেমার নাম ‘গোল্লা’

দ্বন্ধ সমাস, ফেরার পথ নেই, সোনালী ডানার চিল ও এই শহরে। গত তিন বছরে আমাদের টিভি নাটকে অন্যতম আলোচিত নাম। এই নাটকগুলোর নির্মাতা আশফাক নিপুণ জানালেন, সিনেমা বানাতে যাচ্ছেন।

মঙ্গলবার আইফ্লিক্স আড্ডায় এসেছিলেন আশফাক নিপুণ। সেখানেই জানান এই খবর।

আশফাক জানিয়েছেন সিনেমা নির্মানের ভাবনা। বললেন, খুব শিগগিরই তিনি আসছেন চলচ্চিত্র জগতে, সিনেমার নাম ‘গোল্লা’, এটি মূলত হবে পলিটিক্যাল জনরা!

সাম্প্রতিক সময়ে একের পর এক গল্পনির্ভর সমাজ সচেতন নাটক করেছেন আশফাক নিপুণ। তাই তার কাছে প্রত্যাশাও বেশি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিত্রনাট্য লেখা শেষ হয়েছে; প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বেশ কয়েকজন তারকা শিল্পীর সঙ্গে কথাবার্তা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘গোল্লা’ নামে ছবির নিবন্ধনের প্রক্রিয়াও চলছে।”

সবকিছু গুছিয়ে মাস খানেকের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান নিপুণ; নতুন বছরের শুরু থেকেই শুটিং শুরু হবে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রের নাম নির্ধারণ করা হয়েছে ‘গোল্লা’।

নামকরণের কারণ হিসেবে তিনি বলেন, “পলেটিক্স আসলে গোল্লার মতোই। নামটাই আমার পছন্দ। সে হিসেবে গোল্লা নামটা রাখা। নাম তো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। শুটিং করতে করতে হয়তো অনেক সময় অন্য কোনো নাম হয়ে যায়। সেটা ভিন্ন বিষয়।”

নিপুণের ঘোষণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।


মন্তব্য করুন