Select Page

আসছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’

আসছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’

PPKসামনের কোরবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি‘। এ্ই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জয়া আহসানকে।

ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দিন সাফি

ছবিটির পরিচালক সুত্রে জানা গেছে আগামী কোরবান ঈদে ছবিটি মুক্তি পাবে। এতে অন্য দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানআরেফিন শুভ

রুম্মন রশীদ খান‘র চিত্রনাট্যে আলোচিত ছবিটির শুটিং হয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন লোকেশানে। ইতিমধ্যে ছবিটির বিভিন্ন গান জনপ্রিয় হয়েছে।


মন্তব্য করুন