Select Page

আসলেই কি পূর্ণিমা ফিরছেন?

আসলেই কি পূর্ণিমা ফিরছেন?

নতুন বছরে জুসের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন  পূর্ণিমা। এরপর মার্চে চিত্রনায়ক আলমগীরের নতুন ছবিতে কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু এই ছবিতে তাকে এখনো কাগজেকলমে চুক্তিবদ্ধ করেননি পরিচালক। তাহলে কি ছবিটি করছেন না পূর্ণিমা?

এমন প্রশ্নের জবাবে তিনি মানবজমিনকে বলেন, ‘আমাকে এ ছবির জন্য একদিন ফোন করা হলো। জানতে চাইলেন আমি ছবিতে কাজ করব কিনা। জবাবে আমি বলেছি, অবশ্যই কাজ করতে চাই। এরপর অনেক দিন কেটে গেল। কেউ আমার বাসায় এসে এ ছবির বিষয়ে কাগজেকলমে কোনো চুক্তি করালেন না। তাহলে কী বুঝব আমি? এ ছবিতে আমি আছি নাকি নেই। কিছুই তো বুঝছি না। চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত আমি অনেককেই বলছি এ ছবিটি নিয়ে এখনো নিশ্চিত না আমি। দেখা যাক কী হয়।’

অনেক দিন পর পরিচালনায় ফিরছেন চিত্রনায়ক আলমগীর। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘একটি সিনেমার গল্প’। এ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের। অন্যদিকে এ ছবিতে আরো অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় এ ছবি নির্মাণ হবে।

পূর্ণিমা ছবির বিষয়ে আরো বলেন, ‘এ ছবিতে আমি অবশ্যই কাজ করতে আগ্রহী। তবে আমি চাই ছবির নিয়ম-কানুন অনুযায়ী মহরতের আগে আমাকে চুক্তিবদ্ধ করা হোক। না হলে একজন শিল্পী হিসেবে আমার মনে একটা সংশয় রয়ে যাবে।’


মন্তব্য করুন