Select Page

আহমদ ছফার উপন্যাসের চরিত্র জয়া আহসান

আহমদ ছফার উপন্যাসের চরিত্র জয়া আহসান

অনেক দিন পর দেশীয় সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রোববার  ময়মনসিংহে শুরু করলেন ‘অলাতচক্র’-এর শুটিং। খবরটি জানিয়েছে সারাবাংলা ডটনেট।

ছবিটি ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। বুদ্ধিজীবী ও কথাসাহিত্যিক আহমদ ছফা’র একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

‘অলাতচক্র’ ছবিতে জয়া আহসানকে নেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন পরিচালক। কিন্তু সিডিউল না মেলার কারণে ছবিতে জয়ার অভিনয় করার বিষয়টি অনিশ্চিত ছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে ‘অলাতচক্র’ ছবির ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জয়া আহসান।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন আহমেদ রুবেল।

‘অলাতচক্র’ মূলত আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পরিচালকের দাবি মতে বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি।


মন্তব্য করুন