Select Page

আড়াল ভাঙলেন শাবানা, কেন?

আড়াল ভাঙলেন শাবানা, কেন?

বহু বছর ধরেই দেখা নেই শাবানার। সেই কবে পরিবারিক অনুষ্ঠানে ফ্রেমবন্দি হন, সে ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। তারপর থেকে আড়ালে। সম্প্রতি দেশে আসার খবর চাউর হলেও নাগাল পায়নি কেউ। অবশেষে কিংবদন্তি নায়িকার দেখা মিলল।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। একই ছবিতে দেখা যায় নায়িকা মৌসুমীকেও।

মুশফিকুর রহমান গুলজার জানান, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাবানাকে দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দিকে হাত বাড়িয়ে বুকে টেনে নেন। শাবানাও এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। কাছেই দাঁড়িয়েছিলেন মৌসুমী। পরে প্রধানমন্ত্রী তাকেও কাছে ডেকে নেন এবং বুকে জড়িয়ে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক, চিত্রনায়ক আলমগীর।

গুলজার জানান, গুণী পরিচালক আজিজুর রহমান গুরুতর অসুস্থ। তিনি এখন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তারা প্রধানমন্ত্রীকে এই চিকিৎসায় সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। সবকিছু শোনার পর প্রধানমন্ত্রীও আজিজুর রহমানের চিকিৎসার সব ব্যয়ভার বহন করার ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানান।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে যুগান্তরকে শাবানা বলেন,  ‘আমি যখন খুব ছোটবেলায় এহেতেশামের নির্দেশনায় নতুন সুর চলচ্চিত্রে অভিনয় করি, তখন পরিচালক আজিজুর রহমান ছিলেন সহকারী। সেই সময় থেকেই তাকে আমি বাবা বলে ডাকি। এখনো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। সেই মানুষটি যখন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অর্থের সমস্যা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তাই তার উন্নত চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার পাশে থাকবেন। চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। আমি সত্যিই মন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সবার প্রিয় পরিচালক আজিজুর রহমানকে যেন আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন।’

শাবানা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কিছুদিন আগে ঘোষিত এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননার জন্য শাবানাকে মনোনীত করা হয়েছে।


মন্তব্য করুন