Select Page

‘আয়নাবাজি’তে সরলো ‘এক পৃথিবী প্রেম’

‘আয়নাবাজি’তে সরলো ‘এক পৃথিবী প্রেম’

ek-prithibi-prem-asif-nur-airin

২১ অক্টোবর এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ মুক্তির কথা ছিল। নির্মাতা ও সিনেমার নায়ক-নায়িকা ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ছবির প্রচারণায়। হঠাৎ করেই ১৬ অক্টোবর রাতে অলিক জানালেন, ওই তারিখে মুক্তি পাচ্ছে না ‘এক পৃথিবী প্রেম’।

অলিক তার ফেসবুক পাতায় লেখেন, “আমার শুভাকাঙ্ক্ষী সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট, কিছু স্বনামধন্য প্রযোজক এবং পত্রিকার প্রথিতযশা সাংবাদিক বন্ধুদের অনুরোধক্রমে ‘এক পৃথিবী প্রেম’ ছবিটির মুক্তির তারিখ পিছাতে হচ্ছে।”

মুক্তির তারিখ পরিবর্নের কারণ ব্যাখ্যা করেন এভাবে— “অনেকদিন পর ‘আয়নাবাজি’ বাংলাদেশের সিনেমার দর্শকদের হলে টেনে নিয়ে যেতে পেরেছে। হল মালিক এবং বুকিং এজেন্ট উভয়ের ধারণা, ‘এক পৃথিবী প্রেম’ ছবিটিও দর্শকদের সিনেমা হলে টানতে সক্ষম হবে। এতে করে উভয় ছবিরই ব্যবসায়িক ক্ষতি হবে যা আমাদের কাম্য নয়।”

অলিক আরো বলেন, ‍“এক পৃথিবী প্রেম’ দেখার জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন যার জন্য আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞ। সার্বিক দিক বিবেচনা করে আমার এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে আমি দুঃখিত এবং খুব সহসাই ‘এক পৃথিবী প্রেম’ নিয়ে হাজির হবো আপনাদের পছন্দের প্রেক্ষাগৃহে।”

এ ঘোষণার মাত্র একদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘আয়নাবাজি’র মতোই দর্শককে হলে ফেরানোর মত আরেকটি সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। ‘আয়নাবাজি’ দেখা দর্শকদের তার সিনেমাটি দেখার আহ্বানও জানান।

এ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন আইরিন ও আসিফ। আরো অভিনয় করেছেন হাসান ইমাম, আবুল হায়াত, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ।


মন্তব্য করুন