Select Page

কতবার আয়নাবাজি দেখেছেন পরী মনি?

কতবার আয়নাবাজি দেখেছেন পরী মনি?

pori-moni

আয়নাবাজি‘ নিয়ে দর্শক উম্মাদনার শেষ নেই। তার ছড়িয়েছে ঢালিউডের কলা-কুশলীদের মাঝেও। এই যেমন একাধিকবার ‘আয়নাবাজি’ দেখার কথা জানালেন হালের সেনসেশন পরী মনি

সম্প্রতি প্রথম আলোকে ‘রক্ত’ তারকা জানান, চারবার ‘আয়নাবাজি’ দেখেছেন তিনি। সিনেমাটি নাকি আরো ৪০বার দেখতেও তার খারাপ লাগবে না।

তাকে প্রশ্ন করা হয়, কোনো নায়িকার সঙ্গে সিনেমায় অভিনয় করতে চান?

উত্তরে পরী বলেন, ‘আমার সঙ্গে যদি কোনো অভিনেত্রীকে নিতে বলা হয়, তাহলে আমার প্রথম পছন্দ আয়নাবাজির নায়িকা নাবিলাকে। তাকে আমার খুব ভালো লাগে। তার চেহারার মধ্যে আলাদা একটা স্নিগ্ধতা আছে। এ কারণেই আমি আয়নাবাজি সিনেমাটি চারবার দেখেছি। আরও ৪০ বার দেখলেও আমার কাছে খারাপ লাগবে না।’

aynabaji

বর্তমানে ‘স্বপ্নজাল’র শুটিং নিয়ে কলকাতায় অবস্থান করছেন পরী মনি। হাতে রয়েছে ডজন খানেক সিনেমা।


মন্তব্য করুন