Select Page

আয়নার সঙ্গে পার্থ বড়ুয়া

আয়নার সঙ্গে পার্থ বড়ুয়া

songs_1419960630_1-partha

চলচ্চিত্রে নাম লেখালেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র মধ্য দিয়ে তিনি শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্র যাত্রা। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ‘আয়নাবাজি’র শুটিং। খবর প্রথম আলো।

আয়নাবাজি এর আগে বিভিন্ন কারণেই উঠে এসেছিল আলোচনায়। প্রথমে এর অভিনেতা, এরপর অভিনেত্রী, আর এবার পার্থ বড়ুয়ার এই সম্পৃক্ততা। এ প্রসঙ্গে পরিচালক অমিতাভ রেজা বললেন, ‘কোনো কৌশলগত কারণ নেই। আমরা দর্শকদের প্রতিমুহূর্তে চমকে দিতে চাই। এটুকু বলতে পারি, দর্শকেরা ছবি মুক্তির আগ মুহূর্ত পর্যন্ত এমন চমক পেতেই থাকবেন।’

আয়নাবাজি ছবিতে পার্থ বড়ুয়াকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। সংগীতশিল্পীকে সাংবাদিকের রূপ দেওয়ার কারণ জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘পার্থদার ভেতর একধরনের প্যাশন সব সময় কাজ করে। সেই প্যাশনটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি আয়ানাবাজিতে। আমরা মনে করি, সাংবাদিকের চরিত্রে তিনি এই প্যাশনটা বেশ ভালোভাবেই তুলে ধরতে পারবেন।’

চলচ্চিত্রের জন্য এখন নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত পার্থ বড়ুয়া। তিনি জানান, গত ঈদের পর থেকে নতুন কোনো নাটকের কাজ হাতে নেননি তিনি। ১২ জুন থেকে তিনি আয়নাবাজির শুটিংয়ে যোগ দেবেন।


মন্তব্য করুন