Select Page

ইউটার্নে আইরিন

ইউটার্নে আইরিন

5-aug-ds-pic_29 আলভী আহমেদ পরিচালিত ইউটার্ন চলচ্চিত্রে অভিনয় করবেন র‌্যাম্প মডেল তারকা ও অভিনেত্রী আইরিন। তার অভিনীত চরিত্রটির নাম ‘আনুশকা’।

উল্লেখ্য এই চরিত্রটিতে প্রথমে মডেল পিয়া অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শ্যুটিং শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাড়ান। তার স্থলাভিষিক্ত হলেন আইরিন।

আগামী ৪ নভেম্বর থেকে ইউটার্নের জন্য ক্যামেরার সামনে দাড়াবেন আইরিন।


মন্তব্য করুন