Select Page

ইরফানের মতো হয়ে ‘ডুব’ দিন

ইরফানের মতো হয়ে ‘ডুব’ দিন

irfan-khan

মোস্তফা সরয়ার ফারুকীর ‌‘ডুব’ (নো বেড অব রোজেস) সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে পারেন আপনিও। তবে শর্ত একটাই আপনাকে ছবির মানুষটার মতো (কম বয়সী ইরফান খান) হতে হবে।

এর আগে অভিনয়শিল্পী ও সহকারী চেয়ে বিজ্ঞাপন দেন এ নির্মাতা।

ফেসবুকে মঙ্গলবার ফারুকী এ বিষয়ে লেখেন—

‘ওকে সো, হেয়ার ইজ ইওর অপরচুনিটি টু বি এ পার্ট অফ ‪#‎Doob aka ‪#‎NoBedOfRoses.

আপনি যদি দেখতে এই রকম আর এই বয়সের হন, অভিনয়ের আগ্রহ থাকে, তাহলে ছবি সহ লিখতে পারেন [email protected] এ, পনেরো তারিখের মধ্যে।

ভালো হয় এইরকম লুক বানিয়ে ছবি পাঠালে।

আর যারা দেখতে এই রকম না কিন্তু আমাদের কাজটাকে সহজ করতে চান, তারা খবরটা ছড়িয়ে দিতে পারেন।’


মন্তব্য করুন