Select Page

ইলিয়াস কাঞ্চন-অঞ্জু ঘোষের নতুন ছবি ‘জোসনা কেন বনবাসে’

ইলিয়াস কাঞ্চন-অঞ্জু ঘোষের নতুন ছবি ‘জোসনা কেন বনবাসে’

‘বেদের মেয়ে জোসনা’র ঐতিহাসিক জুটিকে নিয়ে আবারও সিনেমা তৈরির ঘোষণা এলো। ছবিটির নামও চূড়ান্ত, ‘জোসনা কেন বনবাসে’। রবিবার (৯ সেপ্টেম্বর) বিএফডিসিতে এই জুটিকে সামনে পেয়ে এমনই প্রস্তাব দেন প্রযোজক-অভিনেতা নাদের খান। যিনি নিজেও ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে অভিনয় করেছেন। তিনি আজ সরাসরি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষকে নতুন ছবির জন্য প্রস্তাব দেন। বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান রাজেশ ফিল্ম থেকে এই ছবিটি নির্মাণ করতে চাই। প্রয়োজন শুধু দুজনের সম্মতি।’

নাদের খানের এই তাৎক্ষণিক প্রস্তাবে আবেগাপ্লুত হন অঞ্জু ঘোষ। বলেন, ‘২২ বছর পর এবার নিজের দেশে আসতে গিয়ে নানা বাধার মধ্যে পড়েছি। যদিও সেসব বিষয়ে আমি কথা বলতে চাই না। সব ভুলে গেছি আপনাদের সবার ভালোবাসা পেয়ে।’

অঞ্জু ঘোষের এমন বক্তব্যের পরেও স্পষ্ট উত্তর প্রত্যাশা করেন প্রস্তাবক নাদের খান ও উপস্থিত সাংবাদিকরা। সবার একই প্রশ্ন—‘জোসনা কেন বনবাসে’ ছবিটি করতে রাজি কিনা তিনি। সবার এমন প্রশ্নের উত্তরে অঞ্জু ঘোষকে সহযোগিতা করেন পাশে বসা ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘অঞ্জু আসলে কী বলতে চাইছেন সেটা আমি একটু ক্লিয়ার করি। আসলে সিনেমা করতে তো আমাদের কারোরই আপত্তি নেই। আমরা তো সিনেমারই মানুষ। অঞ্জু যেটা বলতে চাইছেন, সেটা হয়তো বুঝতে পারছেন না আপনারা। তিনি বলেছেন, তার আসা-যাওয়ার বিষয়ে খানিক জটিলতা আছে। যেটা সত্যিই অনভিপ্রেত। সেসব সমস্যা যদি না থাকে, ছবির গল্প যদি পছন্দ হয়, তাহলে এই সিনেমায় আমাদের কোনও আপত্তি নেই।’ অঞ্জু ঘোষও এমন বক্তব্যে সম্মতি প্রকাশ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে টানা ২২ বছর পর ৬ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসেন অঞ্জু ঘোষ। আজ (৯ সেপ্টেম্বর) তাকে সংবর্ধনা দেওয়া হয় এফডিসিতে। এ সময় অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকেই।

অনুষ্ঠানে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবির ঘোষণা দেন। সেখানে অঞ্জু ঘোষ অভিনয় করবেন। তবে ইলিয়াস কাঞ্চন থাকবে কি-না সেটা নিশ্চিত নয়।

এদিকে জানা গেছে, সোমবার কলকাতায় ফিরে যাবেন অঞ্জু। আগামী মাসে আবারও তিনি ঢাকায় আসবেন তার প্রযোজিত ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে।

বাংলা ট্রিবিউন ও জাগো নিউজ অবলম্বনে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares