Select Page

ঈদুল আজহায়ও শাকিব ২ ও সিয়াম ১, সঙ্গে অনন্ত

ঈদুল আজহায়ও শাকিব ২ ও সিয়াম ১, সঙ্গে অনন্ত

ঈদুল ফিতরে শাকিব খানের দুই সিনেমা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’র সঙ্গে তুমুল লড়াই করছে সিয়াম আহমেদের ‘শান’। হল মালিকরা জানিয়েছেন, তিনটি ছবিই ভালো চলছে। বিশেষ করে শাকিবের সঙ্গে অন্য নায়কের গ্রহণযোগ্যতাকে ইন্ডাস্ট্রির জন্য সুখবর বলে মনে করছেন।

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও ফের মুখোমুখি হবেন শাকিব ও সিয়াম। সেখানেও থাকতে পারে শাকিবের দুই ছবি ও সিয়ামের একটি।

কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানায়, শাকিব অভিনীত ‘অন্তরাত্মা’ ও ‘লিডার—আমিই বাংলাদেশ’ এরই মধ্যে মুক্তির প্রস্তুতি নিয়েছে, জানিয়েছেন নির্মাতারা। ‘অন্তরাত্মা’র পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘পোস্ট প্রডাকশনের কাজ শেষ করেছি রোজার ঈদের আগেই। এখন ছবি মুক্তি দিতে কোনো বাধা নেই। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেব। আশা করছি সর্বাধিক হল পাব আমরা।’

‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির পরিচালক তপু খান বলেন, ‘শাকিব ভাই এখন যুক্তরাষ্ট্রে আছেন। আমার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। তিনি আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। ছবির দুটি গানের শুটিং ও শাকিব ভাইয়ের ডাবিং বাকি। তিনি দেশে ফিরলেই কাজগুলো সম্পন্ন করব। সব ঠিক থাকলে কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে।’

এ দিকে সিয়াম আহমেদ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ও কোরবানির ঈদে মুক্তি পাবে বলে আগেই নিশ্চিত করেছেন পরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, “ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে শাপলা মিডিয়া। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান তারা। এবার ঈদের সফল ও সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়া ছবি ‘বিদ্রোহী’র প্রযোজক-পরিবেশকও তারা। এরই মধ্যে প্রচারণাও শুরু করেছে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি হলও চূড়ান্ত হয়েছে। শাকিব খান দেশের সবচেয়ে বড় সুপারস্টার। তবে সিয়ামও তার সঙ্গে পাল্লা দিয়ে চলছেন। রোজার ঈদে সফলও হয়েছেন দুজন। আমার ধারণা, কোরবানির ঈদেও তাঁদের ছবি দারুণ ব্যবসা করবে।”

শাকিব-সিয়ামের পাশাপাশি কোরবানির ঈদে অনন্ত জলিলের ‘দিন—দ্য ডে’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। আরও অভিনয় করেছেন বর্ষা ও ফারুক সুমন। এর আগে অনন্ত বলেছিলেন, বাজেট বিবেচনায় তিনি চান ঈদুল আজহায় শুধু এই ছবিই মুক্তি পাক।


মন্তব্য করুন