Select Page

ঈদুল আজহায় আসতে চায় ‘রিভেঞ্জ’

ঈদুল আজহায় আসতে চায় ‘রিভেঞ্জ’

লিডার— আমিই বাংলাদেশ, অপারেশন সুন্দরবন ও দিন দ্য ডে রয়েছে ঈদুল আজহায় মুক্তি অপেক্ষায়। সে তালিকায় যোগ হতে যাচ্ছে রোশান ও শবনম বুবলি এরং অভিনীত মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। পরিচালক এরই মধ্যে পোস্ট প্রডাকশনের সব কাজ সম্পন্ন করেছেন। শিগগির জমা দেবেন সেন্সর বোর্ডে। খবর কালের কণ্ঠ

এ নিয়ে বুবলি বলেন, “কোরবানির ঈদে যে ধরনের ছবি দর্শক দেখতে চান, ‘রিভেঞ্জ’ ঠিক সেই ধরনের গল্পে নির্মিত। এটা ইকবাল ভাইয়ের পরিচালনায় প্রথম ছবি। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। ছবির গল্প যেমন দুর্দান্ত, তেমনি মারপিট দৃশ্যগুলোতেও নতুনত্ব রয়েছে। ছবিতে আমার সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ছবিটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস।’

পরিচালক ইকবাল বলেন, ‘ছবিটি বড় বাজেটের। ঈদে হলসংখ্যা বেশি থাকে। তাই টেবিল কালেকশনটাও ভালো হয়। এ জন্যই সিদ্ধান্ত নিলাম ছবিটি ঈদে মুক্তি দেব। এরই মধ্যে হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও আমার ছবিটি নিয়ে আশাবাদী।’

উল্লেখ্য, প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল ২০২১ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রিভেঞ্জ’।

অ্যাকশনধর্মী এ ছবিটি ছাড়াও ‘অপারেশন সুন্দরবন’-এ আছেন রোশান। আর ‘লিডার’-এ শাকিব খানের নায়িকা হয়েছেন বুবলি।


মন্তব্য করুন