Select Page

ঈদের নাটকে পূর্ণিমা

ঈদের নাটকে পূর্ণিমা

image_517_72402সামনের ঈদে পূর্ণিমার কোন চলচ্চিত্র মুক্তি পাবে কিনা নিশ্চিত হওয়া না গেলেও  বরাবরের মতো টিভি পর্দায় উপস্থিত থাকছেন তিনি।  

 দু-তিনটি নাটকের স্ক্রিপ্টও তার হাতে এসে পৌছেছে। এর মধ্যে ‘ফিলিংস’ নাটকটির শুটিং তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করবেন। এটি রচনা এবং পরিচালনা করছেন ওয়াহিদ আনাম। এ নাটকে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তারকা ইরফান সাজ্জাদ।

সম্প্রতি জানা গেছে, পূর্ণিমা চলচ্চিত্রের কাজ ছেড়ে দিয়েছেন। তবে মাঝেমধ্যে ছোট পর্দার কাজ করবেন বলে জানিয়েছেন।

পূর্ণিমা সর্বশেষ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি‘ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায়। এ ছাড়া পূর্ণিমা অভিনীত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ও ‘টু বি কন্টিনিউড‘ ছবি দুটিও চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

সুত্র: যায় যায় দিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares