Select Page

ঈদের সিনেমার উত্তেজনা নিয়ে ‘লোকাল’, দেখুন ট্রেলার

ঈদের সিনেমার উত্তেজনা নিয়ে ‘লোকাল’, দেখুন ট্রেলার

পরপর কয়েকটি সিনেমায় ভোলবদল করে দারুণ চমক দেখিয়েছেন আদর আজাদ। যদিও সিনেমার সামগ্রিক পড়তি বাজারে এখনো প্রভাবশালী হয়ে উঠতে পারেননি। তার মাঝে আরেকটু শানদার চরিত্রে হাজির হচ্ছেন তিনি, সিনেমার নাম ‘লোকাল’। আর পুরো মন্তব্য ট্রেলার দেখে করা!

সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’-এর ট্রেলার প্রকাশ হয়েছে আজ শনিবার (১৫ এপ্রিল) রাতে। শহর দখলে নানাপক্ষের খেলার মাঝে সর্বেসর্বা হতে চায় এক যুবক, সেই চরিত্রে চমক দেখিয়েছেন আদর আজাদ।

নায়িকা চরিত্রে আছেন শবনম বুবলি। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় আছেন তিনি। তবে ‘লোকাল’-এ সম্ভবত ভালো স্পেস পেয়েছেন তিনি। তার চরিত্র আমজনতা থেকে লিডার বনে যাওয়া এক নারীর।

ইতিমধ্যে প্রায় ১০টি ছবির ঘোষণা এসেছে, তার সবগুলোই নাকি ঈদে মুক্তি পাবে। সেই দৌড়ে শামিল হয়েছে ‘লোকাল’। আপাতত দেখার মতো প্রথম বিষয় হলো, কয়টি ছবি মুক্তি পায়, তাতে ‘লোকাল’ থাকছে কি না। ট্রেলার বলছে, ‘লোকাল’ ঈদের সিনেমা হলে মন্দ নয়।

ফেরারী ফরহাদের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এ সিনেমায় আরো আছেন মিশা সওদাগর, সঞ্জু জন, আহমেদ শরীফ, শিবা সানু, এলিনা শাম্মীসহ অনেকে।


মন্তব্য করুন