Select Page

ঈদে পর্দা দখলে প্রস্তুত অপু

ঈদে পর্দা দখলে প্রস্তুত অপু

apu-biswash

অপু বিশ্বাসকে পাওয়া যায় না— এমন খবর আকাশে-বাতাসে। এমনকি শাকিবের বরাতে একটি পত্রিকা জানায়, একবছরের জন্য বিরতিতে গেলেন এ নায়িকা। এরই মাঝে অংশ নিলেন একটি সিনেমার ডাবিংয়ে।

মানবজমিন জানায়, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট’র ডাবিং শেষ করলেন সম্প্রতি।

এ প্রসঙ্গে অপু বলেন, “আমার কাজ আমি করে যাচ্ছি। ‘সম্রাট’ ছবির ডাবিংয়ের কাজ কয়েকদিন আগে শেষ করলাম। ছবিটি ঈদে মুক্তির পাওয়ার সম্ভাবনা আছে। এ ছবির গান, লোকেশন ও ছবির গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।”

‘সম্রাট’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও ইন্দ্রনীল সেনগুপ্ত। ঢাকা, থাইল্যান্ডসহ বেশকিছু মনোরম জায়গায় এর শুটিং হয়েছে।

নির্মাতা রাজ বলেন, ‘এবারের ঈদে আমার এ ছবিটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এ ছবির জন্য অপু বিশ্বাসসহ বেশিরভাগ শিল্পী ডাবিং শেষ করেছেন। শাকিব খানও বেশকিছু কাজ এগিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। ফিরে এসে ডাবিংয়ের বাকি কাজ শেষ করলেই আমার ছবি প্রস্তুত হয়ে যাবে।’

এ দিকে শাকিবের আরো দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। এর কোনোটিতেই নেই অপু। অন্যবছরগুলোতে ঈদে নিজের সঙ্গে প্রতিযোগিতা করতেন এ তারকা। এবার তার ব্যতিক্রম হচ্ছে।


মন্তব্য করুন