Select Page

ঈদে রোজিনা ও পূর্ণিমা

ঈদে রোজিনা ও পূর্ণিমা

8_230062

ঈদে পর্দায় ফিরছেন দুই প্রজন্মের দুই নায়িকা রোজিনাপূর্ণিমা। তবে বড়পর্দায় নয়। তাদের দেখা যাবে ছোটপর্দায়। রোজিনা এখন লন্ডন থাকেন, তাই তাকে নিয়মিত দেখা যায় না। অন্যদিকে মাতৃত্বজনিত বিরতির পর কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন পূর্ণিমা। এর মাঝেই ঈদে তাদের পাওয়া যাবে ব্যতিক্রমী দুই অনুষ্ঠানে।

চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার জন্য নিজের পরিকল্পনা ও পরিচালনায় ‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামে বেশ কয়েকটি জনপ্রিয় গানে রোজিনার সঙ্গে অভিনয় করছেন পরবর্তী প্রজন্মের জনপ্রিয় নায়ক ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। এক্ষেত্রে নৃত্য পরিচালনায় রোজিনাকে সহযোগিতা করছেন আজিজ রেজা। ‘এই মন তোমাকে দিলাম’, ‘ঢাকো যতনে নয়নো দু হাতে বাদল মেঘ ঘুমাতে দেবে না’, ‘তুমি আমার কত চেনা সেকি জানো না’, ‘ছেড়ো না ছেড়ো না হাত দেবো না দেবো না গো যেতে থাকো আমার কাছে’, ‘আজ কিছু হতে চলেছে’, ‘ধন না মান না ভালবাসা দিয়ে করো ঋণী’ ও ‘চন্দ্র তারার নিচে খুঁজেছি তোমায়’ গানে রোজিনাকে দেখা যাবে।

াাা_34396

অন্যদিকে পূর্ণিমাকে দেখা যাবে ‘লাক্স স্টাইল ওয়াচ’ এ। অনুষ্ঠানটি একসঙ্গে ১৮টি চ্যানেলে একই সময়ে প্রচার করা হবে। সোমবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে এই অনুষ্ঠানে শুটিংয়ে অংশ নেন পূর্ণিমা। আর এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। তানিয়া আহমেদের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘লাক্স স্টাইল ওয়াচ’ অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করছেন সোনিয়া ও টয়া। ১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘লাক্স স্টাইল ওয়াচ’ অনুষ্ঠানটি ১৬ রমজান থেকে শুরু হয়ে চলবে ৩০ রমজান পর্যন্ত।


মন্তব্য করুন