Select Page

উত্তম আকাশের পরিচালনায় তাসকিন!

উত্তম আকাশের পরিচালনায় তাসকিন!

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান অস্ট্রেলিয়ান প্রবাসী তাসকিন রহমান। বর্তমানে ‘যদি একদিন’ ছবিতে তাহসানের পাশাপাশি তিনিও অভিনয় করছেন নায়ক চরিত্রে।

তবে এসব আলোচনা ছাপিয়ে ঢালিউড পাড়ায় নতুন খবর জানালো কালের কণ্ঠ। একক নায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তাসকিনের। উত্তম আকাশের ‘বয়ফ্রেন্ড’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের মতে ‘আমি নেতা হবো’ পরিচালকের ছবি হাতে নিয়ে ভুল করছেন তাসকিন, তাও আবার একক নায়ক হিসেবে। তবে ছবিটি নিয়ে আশাবাদী তাসকিন।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের গল্পে ২০ জুন থেকে ঢাকায় শুরু হবে শুটিং।

এ বিষয়ে সিডনি থেকে তাসকিন বলেন, ‘কলকাতায় গিয়ে আমি ছবিটির গল্প শুনেছিলাম। তখনি হ্যাঁ করেছিলাম। আজ উত্তম দা’র সাথে কথা বললাম। চূড়ান্ত হয়েছে। শিডিউল এবং লোকেশনও ঠিক হয়ে গেছে। আমার বিপরীতে কলকাতার পায়েল অভিনয় করবেন বলে শুনেছি। আশা করছি, দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।’

‘বয়ফ্রেন্ড’ প্রযোজনা করছে নিপা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের ‘কমান্ডো’ নামে আরেকটি ছবিতেও অভিনয় করার কথা তাসকিনের।


মন্তব্য করুন