Select Page

এই সময়ের আঁচল

এই সময়ের আঁচল

69626_e5আঁচল অভিনীত প্রথম ছবি ছিল ‘ভুল’ এবং দ্বিতীয় ছবি ছিল ‘বেইলী রোড’। ছবি দুটি দর্শক গ্রহণ না করলেও আঁচল হয়ে ছিলেন বেশ প্রশংসিত। এরপর নতুন ক’টি ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আছেন তিনি। ধীরে ধীরে তার প্রতি বাড়ছে নির্মাতাদের আস্থা।

মাঝে গোপন বিয়ে- তালাক জটিলতার কারণে আটকে যায় তার ‘ভালোবাসার রংধনু’ এবং ‘এ কেমন প্রেমের গল্প’। তবে তার ভাষায়, এখন সব শুধরে নেয়ার চেষ্টা করছি।

তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘প্রেম প্রেম পাগলামী’তে অভিনয় করেছেন ভালো। বলা যায়, তার অভিনয়ে উতরে গেছে ছবিটি। এরপর বড় একটি কাজের সুযোগ পান। শাকিব খানের সঙ্গে সম্প্রতি শুটিং শেষ করলেন ‘ফাঁদ-দ্য ট্র্যাপ’ ছবির। ভিন্ন ধরণের গল্পের এই ছবি নিয়ে তিনি আশাবাদী।

এছাড়া, সম্প্রতি ইমনের সঙ্গে মহরত করেছেন ‘কেউ কথা রাখেনি’ ছবির। এটি ইমনের সঙ্গে আঁচলের প্রথম ছবি।

এছাড়াও বাপ্পির সঙ্গে তার ‘কি প্রেম দেখাইলি’ ছবির কাজ শেষ। ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

আঁচল আশা করছেন, অতীতের ভুল শুধরে নতুন এই যাত্রায় সফল হবেন তিনি।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন