Select Page

এই ১০০ প্রেক্ষাগৃহে ‘লিডার আমিই বাংলাদেশ’

এই ১০০ প্রেক্ষাগৃহে ‘লিডার আমিই বাংলাদেশ’

দেশে নিয়মিত চালু ঘাকে ৪০-৫০টি হল। এর মধ্যে ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে ১০০ হলে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি, পরিচালনায় ছোট পর্দার নির্মাতা তপু খান।

নিজের প্রথম সিনেমা মুক্তি উপলক্ষে এ নির্মাতা বলেন, ‘

Leader – আমিই বাংলাদেশ

প্রথম চলচ্চিত্র ১০০ টি স্ক্রিনে মুক্তির বিষয়টি আসলেই অনেক আনন্দের। কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ দিতে চাই এই চলচ্চিত্রের প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, শিল্পী ,কলাকুশলী, জনসাধারণ, সিনেমাপ্রেমী মানুষ , ভক্ত, দর্শক এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আজ এ পর্যন্ত এই চলচ্চিত্রটি নিয়ে আসার পিছনে যাদের অবদান রয়েছে তাদের সবাইকে। এই ঈদে সপরিবারে বাংলাদেশ উপভোগ করবেন সেই আমন্ত্রণ জানাচ্ছি। এখন পর্যন্ত টিজার এবং দু’টো গান ,পোস্টার সবকিছু মিলিয়ে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা অব্যাহত থাকুক তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের দেশের চলচ্চিত্র এবং সার্থক হবে আমাদের পরিশ্রম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।’


মন্তব্য করুন