Select Page

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এখন ‘কমান্ডো’

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ এখন ‘কমান্ডো’

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং নিয়ে জল ঘোলা কম হয়নি। শাকিব খানের বিপরীতে শবনম বুবলি থাকা না থাকা নিয়ে একাধিক বক্তব্য শোনা যায়। এবার শুরু হয়েছে দৃশ্যায়ন।

চ্যানেল আই অনলাইন জানায়, মঙ্গলবার আবার সেই সিনেমার শুটিং হয়েছে এফডিসিতে। ছবির পরিচালক শাহীন সুমন এ তথ্য জানিয়েছেন।

তবে ছবিটির নাম ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ পরিবর্তন হয়ে ‘কমান্ডো’ হতে পারে। এ বিষয়ে শাহীন সুমন বললেন, ‘নাম এবং গল্প দুটোই পরিবর্তন করা হয়েছে। কমান্ডো নাম নাও থাকতে পারে। এখনও কিছুই ঠিক করিনি।

শাকিব খানকে নিয়ে এরআগে মনে বড় কষ্ট, জন্ম তোমার জন্য, সমাধি, সন্তান আমার অহংকার, লাভ ম্যারেজ-এর মতো সুপারহিট ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন। বিরতি ভেঙে আবার কাজ করছেন শাকিব খানের সঙ্গে, তবে নায়িকা হিসেবে বুবলিকে নিয়ে তার প্রথম কাজ।

শাকিব খানের বিষয়ে শাহীন সুমন বলেন, শাকিবের সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো। সে আমাকে অনেক পছন্দ করে। সেও আমার প্রিয় একজন মানুষ। আমরা একসঙ্গে অনেক ছবি উপহার দিয়েছি। আশাকরি আবারও দিতে পারবো।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির প্রথম লটের শুটিং টানা ২০ দিন ধরে চলবে বলে জানান ছবির পরিচালক।

 


মন্তব্য করুন