Select Page

একপক্ষে তথ্যমন্ত্রী-এফডিসি-জাজ, অন্যপক্ষে চলচ্চিত্র পরিবার

একপক্ষে তথ্যমন্ত্রী-এফডিসি-জাজ, অন্যপক্ষে চলচ্চিত্র পরিবার

২০১২ সাল থেকেই ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পালন করে আসছে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। সপ্তম আসরে এসে তা হলো না। এফডিসির পক্ষ থেকে দিবস উদযাপনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কিন্তু সেখানে উপস্থিত হননি চলচ্চিত্র পরিবারের কেউ, তারা আলাদাভাবে উদ্বোধন করেন দিবসটি।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএফডিসিতে দিবসটি উপলক্ষে উপস্থিত হন এবং বেলুন ও কবুতর উড়িয়ে এফডিসির ভেতরেই ছোট একটি র্যা লি করেন। এ সময় বিএফডিসির কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন তারানা হালিম ও জাজ মাল্টিমিডিয়ার শিল্পী-কলাকুশলীরা। ১০টার পরপর এফডিসি থেকে চলে যান তথ্যমন্ত্রী। তার অবস্থানকালে চলচ্চিত্র পরিবারের কাউকে দেখা যায়নি।

এদিকে তথ্যমন্ত্রী চলচ্চিত্র দিবসটি উদ্বোধন করে চলে যাওয়ার পর বেলা ১১টায় আলাদা করে দিবসটি উদযাপন শুরু করে চলচ্চিত্র পরিবার। ফিতা কেটে দিনটির উদ্বোধন করেন বর্ষীয়ান অভিনেতা ও উদযাপন কমিটির সভাপতি সৈয়দ হাসান ইমাম। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক নায়ক ফারুক, ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছটকু আহমেদ, শাহীন সুমন, সিডাব সভাপতি এসআই ফারুক, নায়িকা সুচন্দা, পপি, জেসমিন প্রমুখ।

এর আগে ২৮ মার্চ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবি তোলে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ

তথ্যমন্ত্রীকে বয়কট ও পদত্যাগ চাওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ওইদিন বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র উৎসবগুলোতে নায়করাজ রাজ্জাককে সভাপতি করা হতো। তিনি যেহেতু প্রয়াত হয়েছেন, সে কারণে সর্বসম্মতিক্রমে চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ সৈয়দ হাসান ইমামকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে বেশ কয়েকটি মিটিং হয়েছে। কিন্তু হুট করেই মঙ্গলবার (২৭ মার্চ) বিএফডিসির এমডি আমীর হোসেন মোবাইলে কল দিয়ে সৈয়দ হাসান ইমামকে এই পদে না থাকার জন্য উপর মহলের আদেশ আছে বলে জানান। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া তিনি আমাদের চলচ্চিত্রের জন্য কিছু করছেন না। এমনকি তিনি ভিনদেশি চলচ্চিত্রকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, সেন্সর বোর্ডকে তিনি (মন্ত্রী) চাপ দিয়ে কলকাতার ছবি সেন্সর করিয়ে নিচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা এমনিতেই ক্ষুব্ধ ছিলাম, এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে।’


মন্তব্য করুন