Select Page

একসঙ্গে সিনেমা করা হচ্ছে না তাহসান-বাঁধনের

একসঙ্গে সিনেমা করা হচ্ছে না তাহসান-বাঁধনের

ঘোষণার তিন মাস পেরিয়ে গেলেও তাহসান আর বাঁধনের ‘আ ব্লেসড ম্যান’-এর শুটিংয়ের কোনো খবর নেই। পরিচালনায় আছেন সাদিক আহমেদ।

এখন প্রথম আলোকে ছবির অন্যতম প্রযোজক আবু শাহেদ ইমন জানান, এখনো শুটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। চিত্রনাট্যের বদল হচ্ছে। কাস্টিংও বদলে যেতে পারে!

আবু শাহেদ ইমনের কথায় স্পষ্ট, তাহসান ও বাঁধনের কোনো একজনের এই চলচ্চিত্রে থাকা হচ্ছে না। কার থাকা হচ্ছে না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাতে চাচ্ছেন না তিনি।

‘যখনই শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, দেশে তখন করোনা পরিস্থিতি বেড়ে যায়। এই সমস্যায় এত বড় ইউনিট নিয়ে কাজ করতে চাইনি। ছবিটির বেশির ভাগ শুটিং আউটডোরে করতে হবে, তাই ঝুঁকিটুকু নিতে চাইনি। এদিকে তাহসান ও বাঁধন ওই সময় দেশের বাইরে যাওয়া–আসা করেন, শিডিউল মেলানো সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে আমাদেরও তাই মনে হয়নি, ওই সময় শুটিং করাটা যুক্তিযুক্ত হবে।’

কথায় কথায় ইমন বলেন, ‘সময় যেহেতু আমরা পেলাম, পাণ্ডুলিপি নিয়ে আরও ভাবছি। আরও ডেভেলপমেন্ট করা হচ্ছে। পাণ্ডুলিপিতে যেহেতু বদল হচ্ছে, স্বভাবতই কাস্টিংয়েও একটা বদল আসবে। তবে কে থাকছেন বা কে যুক্ত হচ্ছেন, আমরা তা সময়মতো জানাব। এই মুহূর্তে বলার মতো কোনো অবস্থা নেই। শুটিং শুরু করতেও আমাদের সময় লেগে যাবে।’

অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘আ ব্লেসড ম্যান’।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ ২০০৬ সালে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তানজু মিয়া’। ২০০৮ সালে নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’–এর চিত্রগ্রাহক সাদিক।


মন্তব্য করুন